Bank Transfer ব্যাংক ট্রান্সফার
ব্যাংক ট্রান্সফার:
আপনি ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে বিশ্বের যে কোন
দেশ থেকে আমাদের সফটওয়ার দিয়ে বাংলাদেশের সকল
ব্যাংকে একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন।
এর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে
আমাদের সফটওয়ার ডাউনলোড করতে হবে।
এবং তারপর ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে
একটি ইউজার নেম , পাসওয়াড ও গোপন পিন প্রদান করা হবে,
যার মাধ্যমে খুব সহজেই সফটওয়ারে লগিন
করতে পারবেন ও ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি:
মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং
একাউন্টে লগ ইন করুন Manage beneficiary অপশনে যান
নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে একাউন্ট
অ্যাড করুন এবার আপনি বেনিফিশিয়ারি একাউন্টে
ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংক ট্রান্সফার করার পদ্ধতি:
আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে
Fund Transfer অপশনে যান ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার)
সিলেক্ট করুন ট্রান্সফার অপশন হিসেবে ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন
বেনিফিশিয়ারি লিস্ট থেকে প্রাপকের একাউন্ট সিলেক্ট করুন
টাকার পরিমাণ ও রেফারেন্স দিন এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি
অনুসরণ করে সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।
সার্ভিস ফি:
গ্রাহকদের জন্য কোন ফি প্রযোজ্য নয়
স্পেশাল নোট:
ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারকারী এবং সিটি
ব্যাংকের একাউন্ট হোল্ডাররা যারা citytouch DIGITAL
BANKING সার্ভিসটি ব্যবহার করেন তারা এখন iBanking
এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফারের
সুবিধা পাচ্ছেন।ফান্ড ট্রান্সফার শুধুমাত্র আমাদের সফটওয়ার
ব্যবহার কারী কাস্টমার রাই করতে পারবেন।
যে সকল ব্যাংকিং করতে পারবেন তা নিচে দেওয়া হলো।